শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রামে বিএনপিতে যোগ দিলেন এলডিপির নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট ::
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

 

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়ার আদর্শের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে যোগদান করায় আপনাদের স্বাগতম। বিএনপি বাংলাদেশের ১৭ কোটি মানুষের দল এবং এ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি। বিএনপিকে ভাঙার জন্য দমন পীড়ন, নিপীড়ন নির্যাতনের এমন কোনো পন্থা নেই যা আওয়ামী লীগ প্রয়োগ করেনি। তবুও বিএনপি টিকে আছে, কারণ এই দলের মূল শক্তি সাধারণ জনগণ।

 

নগরের কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের ভিআইপি ব্যাংকুইট হলে এলডিপি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

 

ডা. শাহাদাত শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি চন্দনাইশ, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে কৃষি বিপ্লব অপরিহার্য।

 

তাঁর নেতৃত্বেই দেশে কৃষি বিপ্লব সংঘটিত হয়, গার্মেন্টস খাত শক্ত ভিত্তি পায় এবং প্রবাসে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আয়ের মজবুত ভিত তৈরি হয়, যা আজ জিডিপিতে সর্বোচ্চ অবদান রাখছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই বাস্তবতায় দেশনায়ক তারেক রহমান চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর সুপরিকল্পনা নিয়েছেন। দেশকে এগিয়ে নিতে তার যে রূপরেখা রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

মেয়র বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা প্রসারে যে অবদান রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে অনন্য। অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিস্তারে তাঁর উদ্যোগ আজও স্মরণীয়। দেশপ্রেম, সততা ও মানুষের প্রতি ভালোবাসাই একজন প্রকৃত নেতার প্রধান গুণ। দেশপ্রেম না থাকলে দেশ পরিচালনা সম্ভব নয়, আর সততা ছাড়া উন্নয়নও টেকসই হয় না।

 

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে।

 

 

দেশ শাসন করা আর দল পরিচালনা করা এক নয়, দেশ পরিচালনার জন্য যে অভিজ্ঞতা, সহনশীলতা ও ঐক্য প্রয়োজন, তা বিএনপির আছে।

তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

শেষে নবাগত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন একটি দলে এসেছেন যেখানে মমত্ববোধ, মানবতা, সৌহার্দ, ঐক্য ও সহনশীলতা রয়েছে। বিএনপির দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।

 

বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জামাল খান বিএনপির সাবেক সভাপতি এসএম আবু, দক্ষিণ জেলা বিএনপি নেতা শাহাবুদ্দিন রাশেদ, জাকির হোসেন, মহানগর ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা কেএম আব্বাস প্রমুখ।