বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের প্রয়াত আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মোল্লার বড় ছেলে। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম ও বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভিসি। তার নিজ গ্রামের সর্ব শ্রেনীর মানুষের হৃদয়ের স্পন্দন ও সর্বজন বিদীত একজন সৎ মানুষ হিসাবে পরিচিত।