বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
ভয়েস অফ সুন্দরবন স্টাফ রিপোর্টার
বিলকিস বেগম স্বামী মৃত জায়েদ আলী গাবুরা ২ নং ওয়ার্ডের বাসিন্দা নিদারুন কষ্টে দিনাতিপাত করছে নেই মাথাগোজার নিরাপদ ঠাই, স্বামী সুন্দরবনে মোওয়ালী ছিলেন বাঘের আক্রমনে ২৫ বছর আগে নিহত হওয়ার পর তিন সন্তান নিয়ে ঠাই হয় পিতার বাড়ি সংলগ্ন নদীর ধারে নদীতে জাল টেনে জিবিকা নির্বাহ করে দুই মেয়েকে এলাকা বাসির সহযোগীতায় পাত্রস্থ করেছেন, একমাত্র ছেলে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হওয়ায় আয় করতে পারেনা।ফলে তার আর অবস্থার উন্নতি হয়নি এখনও প্রতিদিন দিনে ও রাতে নদীতে যেতে হয় মাছের পোনা ধরতে ঝড় তুফানে,অসুস্থতায় কোনদিন না যেতে পারলে তার খাবার জোটেনা একথা গুলো বলতে বলতে চোখের জল পড়ছিল টপ টপ করে ভাষা হারিয়ে ফেলছিলেন বিলকিস বেগম। বর্তমানে বেড়িবাঁধ প্রকল্পের কাজ শুরু হলে রাস্তার পাশের মাথা গোজার ঠাইটুকু হারিয়েছেন প্রতিবেশীদের সহযোগীতায় অন্যর ভিটায় একটু যায়গা পেলেও ঠিকাদার এর খামখেয়ালি পনায় আধাভরাট পুকুরের মাঝে জলাবদ্ধ জীবন যাপন তার,, বৃষ্টিতে বসে থাকতে হয় উপর দিয়ে পানি পড়ে আবার পুকুরে পানি বেশি হলে মেঝেতে ও পানি উঠে যায়,কাজের ঠিকাদার ও স্হানীয় মেম্বর সাহেবদের মনভুলানো আশ্বাসে এভাবে চলছে কয়েক মাস। নিদারুন কষ্টে জীবনযাপনের হাত থেকে মুক্তি পেতে সকল সচেতন মহল ,উপজেলা নির্বাহি অফিসার, জেলাপ্রশাসক সহ সকলের প্রতি সহযোগীতা কামনা করেছেন।