বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রাম থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুস সালাম (৪৬) আটক হয়েছেন।
রোববার২২সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ‘খ’ সার্কেলের সদস্যরা ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, আব্দুস সালাম একজন আলোচিত মাদক কারবারী। তার বিরুদ্ধে অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। আর গোপন তথ্যের অভিযান পরিচালনা করা হয়। আর আটক করা হয় আব্দুস সালামকে। তার দখল থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্যের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।