শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

৩ অক্টোবর রংপুর বিভাগ লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ জেলা ইজতেমা। 

রাওফুল বরাত বাঁধন ঢালী। 
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

 

 

রাওফুল বরাত বাঁধন ঢালী।

 

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা। এতে ইসলাম ধর্মের আলোর বয়ান ছড়িয়ে দিবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

 

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান, আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জেলা ইজতেমার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।

 

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী জেলা মিনি ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে । এবারে জেলার ৫ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন। ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

 

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য হারুন অর রশিদ জানান, বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙ্গিয়ে ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক সেচ্ছাসেবী জোরদার করা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে লালমনিরহাট জেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। লালমনিরহাট জেলার ধর্ম প্রাণ মুসলমানদের সাথে কথা বললে তাঁরা বলেন, আল্লাহ বাংলাদেশের মাটিতে শান্তি বর্ষন করুন। বিগত দুই মাসে যে ভাবে মানুষ মানুষের মাংস খাচ্ছে এতে মনে হয় মানুষ আর মানুষ নেই।

আমরা মুসলিম উম্মাহ আমরা একক রবে বিশ্বাসী আমরা শান্তিতে বিশ্বাসি।

হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মানুষ, মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করুণ এর থেকে উত্তম কাজ আর হতে পারে না। আল্লাহ সকল আদম জাতি কে হেপাজত করুন আমিন।