শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠিত। 

আব্দুস সাত্তার।
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

 

রিপোর্ট আব্দুস সাত্তার।

 

শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির গত সাত বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর বেলা ১১টায় শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির অফিসে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটির সভাপতি ঠিকাদার জাবের হোসেন নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সভায় বিগত সাত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর, উপস্থিত ঠিকাদারদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

হাত উত্তোলনের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হন ঠিকাদার অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না। তাঁর সাথে চার সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন ঠিকাদার মোহাম্মদ ইকরামুল কবির, আব্দুল কাদের, আলমগীর হোসেন ও ফারুক হোসেন।

 

আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি ঠিকাদারদের সব ধরনের সুবিধা ও অসুবিধার দেখভাল করার আশ্বাস দেন এবং দ্রুত সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

 

সভায় বক্তব্য রাখেন ঠিকাদার আবুল বাশার, একরামুল কবির, আব্দুল হামিদসহ অন্যান্যরা। ঠিকাদারদের মধ্যে থেকে জানা যায়, তিন বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত সাত বছর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় ঠিকাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, এবং সমিতি তার প্রাণ ফিরে পেয়েছে বলে তারা জানান।

 

অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্নার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।