শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আওয়ামীনলীগ নেতা আলমগীর গ্রেপ্তার! 

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ অক্টোবর রবিবার রাত ১১ টার সময় পতেঙ্গা থানার ১৪ নম্বর এয়ারপোর্ট এলাকার কাশেম সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

গ্রেপ্তার মো : আলমগীর পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আলমগীর পতেঙ্গা ১৪ নং এয়ারপোর্ট কলোনি রোডের মসজিদ গেট এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানায়, রাত ১১টার সময় পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীরকে গ্রেপ্তার করেন।

এছাড়াও সে সিএমপি কোতোয়ালি থানার মামলা নং-০২(১) ২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি বলে জানান পুলিশ।

একই সঙ্গে তার বিরুদ্ধে নানা চেক প্রতারণা মামলার ওয়ারেন্টও ছিলো বলে পুলিশ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা হণমাধ্যমকে বলেন, পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মো : আলমগীর হাসান কে মিথ্যা মামলায় ও রাজনৈতিক প্রতিহিংসায় আটক করেছে বলে অভিযোগ করেন। দ্রুত তার মুক্তি দাবি করেন।

এদিকে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী আওয়ামী লীগ নেতা মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একই সাথে তার নি:শর্ত মুক্তি দাবি জানান।