শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বেনাপোলের ট্রিপল হত্যা মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

 

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-

বেনাপোল পোট থানা বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বুদো সরকার, আজগার আরী ও আব্দুল্লাহ মেম্বার খুনে পাঁচজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তিন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী।

সাজাপ্রাপ্তরা হলেন চারভাই রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ঈমান আলী। এছাড়া এ মামলায় ওই চার ভাইয়ের বাবা আব্দুর রহমানকে খালাস প্রদান করেছেন আদালত।

 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে বেনাপোলের রঘুনাথপুরে ব্যাপক ঝড় হয়। এতে রাস্তার বিভিন্ন গাছ উপড়ে পড়ে। তা বিক্রি করে এলাকার মসজিদের ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে মতবিরোধ হয়। ২৪ এপ্রিল সকালে গাছের ডাল কাটতে যান ওই এলাকার নছু, আলাউদ্দিনসহ আরও কয়েকজন। এ সময় আরেকপক্ষ আব্দুল্লাহ, শমসের আলী বুদো, আজগার আলীসহ অন্যরা এসে ওই গাছ কাটতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আসামিরা ধারাল অস্ত্র দিয়ে আব্দুল্লাহ, বুদো, আজগার, সুমনসহ আরও কয়েকজনকে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মেম্বার। পরে স্বজনরা অন্যদের উদ্ধার করে হাসতাপালে নেয়ার পথে মারা যান আজগার আলী। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান বুদোও। এ ঘটনায় নিহতদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আসামিদের ৩টি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহত আব্দুল্লার ভাই আব্দুল খালেক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ওই ছয়জনসহ সালমান শাহ নামের আরেক যুবককে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ। পরে তদন্তের দায়িত্ব পান এসআই শরীফ হাবিবুর রহমান। তিনি তদন্ত শেষে ওই সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

 

মামলায় সকলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত এই মামলায় ২৬ জনের সাক্ষ গ্রহণ করেন।

 

রোববার ২০অক্টোবর এ মামলার রায় ঘোষণার দিনে তিন আসামি রহমান, আলাউদ্দিন ও গিয়াস উদ্দিনের উপস্থিতিতে আদালত পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং একজনকে খালাস প্রদান করেন আদালত। মামলার অপর আসামি সালমান শাহ শিশু হওয়ায় শিশু আদালতে তার বিচার চলছে।

মামলায় আসামিপক্ষের কৌশুলি ছিলেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম শান্তি।#