শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সেনবাগের ৫নং ছিলোনিয়া (প্রস্তাবিত) ইউনিয়নে প্রতিষ্ঠিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার।

 

রোববার (১২ জানুয়ারী ) সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন এর ফেইসবুক ওয়ালেটে প্রকাশিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে আগামী ১৮ জানুয়ারী ২০২৫ খ্রীস্টাব্দ তারিখে সিইও হিসেবে যোগদান করতে যাচ্ছেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুস ছাত্তার।

 

যিনি স্বমহিমায় একজন কিংবদন্তি শিক্ষকের প্রত্যাবর্তন সেনবাগ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃত। দীর্ঘ প্রায় চার দশকের অধিক শিক্ষা এবং পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্ঠানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণগত মানে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

যাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। লক্ষ্য হবে দেশ সেরা হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী মেধাবী প্রজন্ম তৈরি করা। এছাড়া, ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, সরকারি-বেসরকারি কর্মকর্তা কিংবা বিভিন্ন পেশাজীবী হিসেবে শিক্ষার্থীরা যেন নিজেদের সফলতার সাথে প্রতিষ্ঠিত করতে পারে, তিনি একাডেমী’কে সেই লক্ষ্যে পরিচালনা করবেন।

 

লায়ন সৈয়দ হারুন আশাবাদী তাঁর অভিজ্ঞতার শক্তি শিক্ষার পথে নতুন দৃষ্টান্ত। শিক্ষা এবং নেতৃত্বের দক্ষতা প্রতিষ্ঠানটির জন্য এক অনন্য সম্পদ। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, গভীর দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার প্রতি অটুট ভালোবাসা একাডেমীর শিক্ষার্থীদের সাফল্যের সোপানে পৌঁছাতে সহায়ক হবে। অভিজ্ঞ ও মেধাবী শিক্ষাবিদরা নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁর যোগদান ৫ নম্বর ইউনিয়নসহ পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

 

আরও আশাবাদী শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী সুশিক্ষিত এবং সুনাগরিক প্রজন্ম তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ নম্বর ইউনিয়ন কে নোয়াখালীর অন্যতম শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন সৈয়দ হারুন।