বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়লেন। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের চায়ের দোকানদার কওছার আলীর মেয়ে এবং ষষ্ঠীর বাড়ি কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া
গ্রামে। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ
নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। ১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। এ খেলা উপলক্ষে শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী সহ বাংলাদেশ টিম কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান সহ সকল নেতৃবৃন্দ,
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন প্রমূখ। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এই দুই নারী খেলোয়ার সরকারী সকল সহায়তা প্রদানের দাবী জানান।
##