বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওযার্ড গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় কাগজপত্র জাল ও তঞ্চকতার অভিযোগ উঠছে। এবিষয়ে ওই ওয়ার্ডের পলাশ কুমার মন্ডল বাদী হয়ে ২২ জুলাই গ্রাম পুলিশ নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনকারীদের কাগজপত্র পুনরায় যাচাই ও নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শুন্য পদে আবেদন চেয়ে ১২জানুয়ারী ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী অনেকে আবেদন পত্র দাখিল করেছেন। কিন্তু দীর্ঘপ্রতিক্ষার পর সম্প্রতি নিয়োগ যাচাই বাছাই কমিটি আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করে মরাগাং গ্রামের গজেন্দ্র মন্ডল এর পুত্র পলাশ কুমার মন্ডলের আবেদনটি হাতের লেখা না হয়ে কম্পিউটারে লেখা হওয়ায় বাতিল করে দেয়। অন্যদিকে মরাগাং গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও ৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আনোয়ারুল ইসলামের পুত্র মোঃ সোহাগ হোসেনে ও সুবোল চন্দ্র ব্যাপারীর পুত্র কেশব ব্যাপারীর কাগজপত্রে নানান জঠিলতা থাকার সত্তে¡ও তাহাদের আবেদন বৈধতা দেন যাচাই বাছাই কমিটি। সুবোল চন্দ্র ব্যাপারী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৫১ বছর সে জাতীয় পরিচয়পত্র গোপন রেখে জন্মনিবন্ধন দিয়ে আবেদন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করেছেন যে, সুবোল চন্দ্র ব্যাপারী নিয়োগ পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে ঘুষ বাণিজ্য সহ নিয়োগ পরীখ্ষা পাতানো ও ২জন নামমাত্র আবেদনকারী সাজিয়েছেন যাহাতে তিনি নিয়োগ পেতে পারেন। নিয়োগ পরীক্ষা বন্ধ না হলে প্রকৃত মেধাভিত্তিক প্রাপ্ত ব্যক্তিরা বঞ্চিত হবে। স্বচ্ছা ভাবে মেধা ভিত্তিক নিয়োগ প্রদান না করা হলে বৈষম্য স্বীকারে পরিণত হবে ইহাতে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানী করা হবে। সকল আবেদনকারীর কাগজপত্র পুনরায় যাচাই বাছাই সহ নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ৭নং ওয়ার্ডের মেম্বার আনোয়ারুল ফ্যাসিস্ট শ্বৈরাচারের দোসর ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি। তাহার পুত্র কিভাবে যাচাই বাছাই কমিটিতে টিকে থাকে আমাদের বোধ গম্য নয়। এবং সুবোল চন্দ্র ব্যাপারী বয়স্ক লোক তাহার বয়স ৫০ এর উর্দ্ধে সে কি করে নিয়োগ যাচাই বাছাই কমিটিতে টিকে। অনতিবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।