শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল ১৩৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে পাঁচটি আসন পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে।চট্টগ্রামের ঘোষণাকৃত ১১ টি আসনের মধ্যে সীতাকুন্ড ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসলাম চৌধুরী।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদে দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন না দেয়ার পর থেকে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নানান ঘটনা ঘটতে শুরু করেছে।

সোমবার (৩ নভেম্বর) দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে আসলাম চৌধুরী নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরে যেতে নির্দেশনা দিলে তারা রাত সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করে।

এদিকে এ ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়। এটিতে দেখা যায়, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নিজের সাক্ষর করা প্যাডে বলেছেন তিনি বিএনপি সকল পদ ত্যাগ করে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।

এ বিষয়ে খবর প্রতিদিন জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, দল থেকে তিনি পদত্যাগ করেছেন বলে যে বিবৃতি ছড়িয়ে পড়েছে সেটি সত্যি নয়। সেটি মিথ্যা। তিনি দলের সাথেই আছেন এবং থাকবেন।

এছাড়া আসলাম চৌধুরীর পদত্যাগ বিষয়ে বিবৃতি দিয়ে আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরি করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই আমাদের বিশ্বাস। সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।