বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
আগামী ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে আস্তে আস্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা।এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৩৭ আসনে চুরান্ত প্রার্থী ঘোষণা দিয়েছে।এরই মধ্যে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ।মনোনীত হওয়ার পর থেকেই ৮ আসনে তিনি নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন।
প্রচারণার ধারাবাহিকতায় আজকে নির্বাচনী প্রচারণার গণসংযোগ করতে গিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহতের তথ্য পাওয়া গেছে। বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী পূর্ব মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।