শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
▪️চট্টগ্রাম ১০ আসনে জনপ্রিয়তার শীর্ষে নোমান পুত্র তূর্য। বিএনপির গুড লিস্টেও তিনি এগিয়ে
▪️সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম ১০ আসনের “ম্যাজিক ম্যান” হতে যাচ্ছে কিংবদন্তি নেতা নোমানপুত্র তূর্য ”
◾প্রণয় দাশগুপ্ত শিমুল ▪️স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কিংবদন্তি নেতা সাবেক সফল মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান’র একমাত্র পুত্র সাঈদ আল নোমান চট্টগ্রাম ১০ আসনে বিএনপি’র প্রার্থি হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
কিংবদন্তি নেতার পুত্র হয়ে নিজের সর্বচ্চো চেষ্টার প্রতিফলন ঘটাবে এইবারের নিজের প্রথম নির্বাচনী মাঠে এবং পিতার সম্মান অক্ষুন্ন রাখতে নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত করছেন নিজেকে প্রতি মুহূর্তে।
আর তারি ধারাবহিকতায় এরি মধ্যে চট্টগ্রাম ১০ আসনের প্রতিটি অলিতে গলিতে রাজনীতির অনন্য উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন নিজেকে।নিজের পিতার হাত ধরেই রাজনীতিতে হাতেকড়ি সাঈদ আল নোমান তূর্যর।আর তাই তিনি ভালো করেই বুঝতে পারেন রাজনীতির মাঠে তৃণমূল কর্মীদের পালস।
খুব অল্প সময়েই তৃণমূলের মন জয় করেছেন এই তরুণ নেতা।
চট্টগ্রাম ১০ আসনের প্রত্যেকটি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।
রাজনীতির মাঠে সবচাইতে বড় থিওরি অ্যাপ্লাই করছেন এই নেতা ওয়ান বাই ওয়ান টাচ এবং ডোর টু ডোর কানেক্ট হয়ে ১০ আসনের সকলের কাছে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রিয় এই নেতা।
সামাজিক বিভিন্ন মানবিক কর্মকান্ডের মাধ্যমে এরই মধ্যে তৃনমূলে তিনি তৈরি করেছেন একটা সম্পর্কের চমৎকার সেতুবন্ধন।
বাংলাদেশের রাজনীতিতে পিতার অবদান ও জনপ্রিয়তা অক্ষয় রাখতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে নোমানপুত্র তূর্য।
খুবই অল্প সময়ে মধ্যে ১০ আসনের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন এই তরুণ নেতা।
এরি মধ্যে বিএনপি ১০ আসনে প্রার্থী ঘোষণা করেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
তবে দলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে নির্বাচনের নানা সমীকরণকে সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তন করছে বিএনপি। পাট শ্রমিক দলের সভাপতি ও সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্যকে দেওয়া হচ্ছে এই আসন। আর এখানে আগের ঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম-১১ আসন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র এ বিষয়টি নিশ্চিত করেন। সূত্রটি জানিয়েছে, আজ শুক্রবার রাত অথবা আগামীকালের মধ্যে অফিসিয়ালি এই প্রার্থীতা ঘোষণা করা হবে।
জানা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে দলের প্রার্থী ছিলেন। এর আগে ১৯৯১ সালে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আমীর খসরু সংসদ সদস্য হিসেবে একই এলাকা থেকে নির্বাচিত হন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আমীর খসরু পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীর কাছে। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে ২০১৮ সালে বন্দর-পতেঙ্গা থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি। এবারও এই আসন থেকে নির্বাচন করার কথা ছিল তারা। চট্টগ্রাম-১০ আসনটি তিনি চেয়েছিলেন ছেলে ইস্রাফিল খসরুর জন্য। কিন্তু প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান আগে থেকে সেখানে জনসংযোগ শুরু করেন। তবে দীর্ঘদিনের সেই চট্টগ্রাম-১১ আসন ছেড়ে আমীর খসরু চলে আসেন চট্টগ্রাম-১০ আসনে। কিন্তু চট্টগ্রাম-১১ তে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। তবে বিএনপির নতুন সমীকরণ মিলাতে এবার চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে সাঈদ আল নোমানকে এবং আমীর খসরুকে পুনরায় চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়ন দেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাঈদ আল নোমানের ঘনিষ্ঠ আরিফুল ইসলাম মিঠু বলেন, বিষয়টি আমরা শুনেছি, তবে অফিসিয়ালি এখনো জানানো হয়নি। তবে কাল-পরশু মধ্যে আমরা সুখবর পাবো।
এখন শুধু অপেক্ষার পালা। সবাই শুধু সেই শুভ ঘোষণার জন্য অপেক্ষমান। কে হতে যাচ্ছে চট্টগ্রাম ১০ আসনের কান্ডারী।
তবে বিএনপির অনেক নেতা কর্মীরাই বলছেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম ১০ আসনের ‘ম্যাজিক ম্যান’হতে যাচ্ছে নোমানপুত্র তূর্য।
◾নিউজ ডেস্ক : খবর প্রতিদিন▪️▪️
