শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম:
একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ পশুর হাটে ওসি মশিউর

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান। এর আগে সাইলো কবরস্থান জামে মসজিদের জুম্মার নামাজের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতন মূলক বক্তব্য রাখের মশিউর রহমান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের অপরাধীরা আত্নগোপন করে আছে। যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে দ্রুত থানা পুলিশকে খবর দিবে। আপনাদের সন্তানরা কার সাথে চলা ফেরা করছে তার বিষয়ে খোজ-খবর নিবেন। মাদকের পাশাপাশি এখন কিশোর গ্যাংয়ের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বলবো আপনাদের সন্তানরা যদি কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে তাহলে তাকে সে পথ থেকে সরিয়ে নিয়ে আসেন এবং এলাকায় অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করেন। আপনারা যদি পুলিশকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার বিষয়ে সহযোগীতা করেন তাহলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, তা না হলে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। আমরা পুলিশ সদস্যরা আপনাদের যে কোনো সহযোগীতায় পাশে আছি এবং থাকবো। মসজিদের আলোচনা শেষে আইয়ুব নগর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন ওসি মশিউর রহমান। বিভিন্ন জেলা থেকে আগত কোরবারি পশুর ব্যাপারীদের কোন ধরনের সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও ওসি মশিউর রহমান ব্যাপারীদের সাথে আলাপ করেন। এবং সকলকে স্বাস্থ্যবিধি মেলে কোরবানির পশু কিনা কাটার জন্য ওসি মশিউর রহমান বলেন এবং ব্যাপারীদের যে কোনো সমস্যা হলে প্রয়োজনে পুলিশকে জানাতে বলেন।
এদিকে ওসি মশিউর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জবাসী।