বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বায়েজিদে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ বোয়ালখালীতে আবারও আট ফুটের বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সুন্দরবনে বনজীবীদের জীবন কাটে কাঁকড়া ধরে

এমন ডি আব্দুর রশিদ নান্টু
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

এম ডি আব্দুর রশিদ নান্টু

৯ বছর ধরে এই বনে কাঁকড়া মেরি বৌ, বাচ্চা নিয়ে বেঁচি আছি। পারিনি কোন ভারি কাজ করতি প্রতিবন্ধী বলে মানুষেরা কাজে নিতে চায় না। বিএলসিডা আছে বলে বনে কাঁকড়া মারতি পারি। তাই দিয়ে চাল, ডাল, কিনে কোন রকম আছি। বনে কাঁকড়া মেরি তাই সেই কাকড়া আমাদের খোড়লকাটি বাজারে বিক্রি করি। মনে অনেক স্বপ্ন আছে কিন্তু টাকার অভাবে পূরণ করতে পারিনি। বাড়ি থেকে বনে কাঁকড়া মারিতে যায় আবার বাড়ি আসি। নেই কোন জায়গা জমি, চাল কিনে খেতে হয়। বাড়ির পাশে সুন্দরবনটা আছে বলে বিএলসি পাশ কেটে বনে গিয়ে কাঁকড়া মারিতে পারি। তবে কাঁকড়া ভালোই পড়তেছে। যখন বন বন্ধ থাকে তখন খুব কষ্টে জীবন যাপন করতে হয়। ৩ মাস পরে বন খুলে দিচ্ছে বনে গিয়ে কাঁকড়া মেরি আমারা অনেক স্বস্তি পায়ছি। আজকে ১২০০টাকা কাঁকড়া বিক্রি করতে করছি, মঙ্গলবার বিকেলে নৌকায় বসে এভাবেই কথাগুলো বলেছিলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর তেঁতুল তলার চরের বাসিন্দা মো. কামরুজ্জামান গাজী।

শুধু কামরুজ্জামান নয় তাদের মতো হাজারো মানুষ সুন্দরবনের মাছ কাঁকড়া মেরে জীবন যাপন করে।

এসময় কাকড়া ধরতে আসা মহেশ্বরীপুর গ্রামের আবু হানিফ, গোলাম রসুল, আরশাদ মোড়ল সহ একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে, সুন্দরবনের কাকড়া ধরে জীবীকা নির্বাহ করেন তারা। টানা ৩ মাস বন্ধ থাকার পরে ১সেপ্টেম্বর থেকে পাশ নিয়ে গহীন সুন্দরবনে কাকড়া ধরছেন। এতে স্বস্তি দেখা দিছে তাদের মাঝে। তবে দিনে কাঁকড়া বিক্রি করে ১হাজারের বেশি টাকা ইনকাম হচ্ছে তাদের। তারা আরও বলেন, যখন সুন্দরবন বন্ধ থাকে সেসময় অতি কষ্টে জীবন যাপন করতে। অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে/সুদে নিয়ে সংসার চালাতে হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার কাশিয়াবাদ, কোবাদক, বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ পারমিট নিয়ে গহীন সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছে বন জীবিরা। তাদের নিরাপত্তার জন্য বন বিভাগ নিয়মিত টহল জোরদার রেখেছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, জুন, জুলাই, আগস্ট ৩মাস নিষেধাজ্ঞার পর থেকে সরকারি বিধি মোতাবেক মাছ, কাঁকড়া ধরার জন্য পাশ পারমিট স্টেশন থেকে নিয়ে গহীন সুন্দরবন প্রবেশ করেছেন বনজীবীরা তারা যেন ছোট প্রকৃতির মাছ ধরতে না পারে সেদিকে সতর্ক রাখা হয়েছে। বন বিভাগের নিয়মিত টহল চলমান আছে।