বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ হোমনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

উত্তর আনালেরতাড়ী গ্রামে প্রতিপক্ষ কর্তৃক বাড়ীঘর ভাংচুর -লুটপাটের দায়ে মামলা

ফয়সাল রহমান জনি
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে প্রতিপক্ষ মোজাহার গং কর্তৃক বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটান। এ সময় প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি সাধন হওয়ায় সদর থানায় মামলা দায়ের। ফলে আসামীদের ভয়-ভীতি ও হুমকী দায়ে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের মোঃ হাসান মাহমুদ সিদ্দিকের কন্যা মোছাঃ শেহরান আখতার সিদ্দিকার সাথে পার্শ্ববর্তী মৃত্যু নবাব আলীর পুত্র মোঃ মোজাহার আলী গংদের দীর্ঘদিন যাবৎ জমি/জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাদীর স্বামী এ. কে. এম মাহমুদুন্নবী গত ১১/৪/২০২১ ইং তারিখে একই এলাকার জনৈক্য এছাহাক আলীর নিকট থেকে ৬ শতাংশ জমি কবলা খরিদ করেন। যার আনালেরতাড়ী মৌজার জেএল নং- ১০৩,সাবেক খতিয়ান-৬৩ ও ০৬,সাবেক দাগ,৪১ বিআরএস ১১৫ ও ১১৬, দলিল নং-৩৪৬৭, জমির -৬ শতাংশ।উক্ত জমিতে ঘরবাড়ি নির্মানসহ গাছপালা রোপন করিয়া ভোগদখল করে আসছেন। উক্ত জমির পাশে বিবাদী মোজাহার আলীর জমি থাকায় তিনি জোড়পৃর্বক ক্রয়কৃত ৬ শতক জমি দখলের পায়তারা করলে বিক্রেতা /মুল দাতা মোজাহার গংদের নামে গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং- ৩৩৬/২০২১।মামলাটি তদন্তে বাদীপক্ষে রায় হয়। গত ৩০/৮/২০২৪ ইং তারিখে প্রতিপক্ষরা রাত আনুমানিক ১০ টায় বাদী শেহরানের বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শন করলে বাদী গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। এরই এক পর্যায়ে গত ৭/৯/২০২৪ ইং প্রতিপক্ষরা ভোরে দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়ে বাহিনী নিয়ে বাদীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীঘর ভাংচুর,লুটপার করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। এ ব্যাপারে গত ৯/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা সদর থানায় ১টি মামলা দায়ের করা হয়। যার নং-১৪।উক্ত মামলায় জামিনে এসে আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে নানা ভাবে ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছেন। ফলে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।