বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার আশাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃসামিম আরা বেগম এর বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অত্র স্কুলের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর ইউ, আর,সি, এ কে এম সারোয়ার জাহান আহমেদি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রতিবুল ইসলাম, নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফুর রহমান আরিফ। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, আজকে আমরা যে প্রধান শিক্ষককে বিদায় দিচ্ছি আসলে উনি একজন সৎ এবং ভালো মানুষ আমরা ওনার ভবিষ্যৎ মঙ্গল জীবন কামনা করি, বিদায়ী প্রধান শিক্ষক উনার বক্তব্যে বলেন আজকে আমাকে এই বিদ্যালয় থেকে বিদায় নিতে খুবই কষ্ট হচ্ছে এই বিদ্যালয়টি আমার পরিবারের মতো আমার মনে হচ্ছে আমার পরিবার থেকে আমি বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন।