বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
বায়েজিদে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ বোয়ালখালীতে আবারও আট ফুটের বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

চুয়াডাঙ্গা সদরে ডাকাতির মূলরহস্য উদঘাটন, গ্রেফতার- ০৪জন

আজিজুর রহমান
Update Time : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

 

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের মতুর্জাপুর গ্রামে জনৈক আলতাফ হোসেনের ইটভাটায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত অনুমানিক ০১:৩০ ঘটিকায় সংঘবদ্ধ ডাকাতদল ইটভাটার নৈশ প্রহরী মখছেদ মন্ডল (৬০) কে জাপটে ধরে চোখ, মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে মারপিট করতঃ পাশ্ববর্তী মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে। নৈশ প্রহরীর গোংড়ানোর শব্দ পেয়ে ইট ভাটার ঘরে থাকা অনান্য শ্রমিকরা ঘর হতে বের হওয়ার চেষ্টা করলে অজ্ঞাতনামা ডাকাতরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাদেরকে হত্যার হুমকি দেয়। ডাকাতদল নৈশ প্রহরীকে মারধর করে নগদ টাকার সন্ধান করে। নৈশ প্রহরী মকছেদ মন্ডল জানায় টাকা পয়সার লেনদেন ভাটার মালিক করে সে টাকা পয়সার বিষয়ে কিছুই জানেনা। পরবর্তীতে ডাকাতদল গরু ও ছাগলের খামার থেকে ০৪টি গরু ও ০৪টি বড় জাতের খাসি ছাগল নিয়ে দ্রুত চলে যায়। বর্ণিত ঘটনায় ইটভাটা মালিক মোঃ আলতাফ হোসেন (৪৪) এর অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৬, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৪, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

 

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয় ডাকাতির ঘটনায় জড়িত প্রকৃত ডাকাত সদস্যদের গ্রেফতারের জন্য কিছু কৌশল ও নির্দেশনা অবলম্বনের পরামর্শ দেন। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ) জনাব হোসেন আলী, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, পিএসআই (নিঃ) মোঃ বাবলু খান, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মোঃ বায়েজিদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ইতোপূর্বে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করতঃ পাশ্ববর্তী ঝিনাইদহ হরিনাকুন্ড থানাধীন সোনাতনপুর এলাকা হতে আজ (০২ অক্টোবর) ডাকাতির ঘটনার আলামত ০১(এক) টি গাভী ও ০২(দুই) টি ষাড় গরু এবং ০১(এক) টি খাসি ছাগল উদ্ধার করা হয়। মামলার ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলি যাচাই-বাছাই অব্যহত আছে। ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

 

পূর্বে গ্রেফতারকৃত আসামীরদের নাম ও ঠিকানাঃ

১। মোঃ মিজানুর রহমান মুকুল ওরফে পল্টূ (৩৩), পিতা-মৃত-মোক্তার হোসেন বিশ্বাস, সাং-সি এন্ড বি পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

২। মোঃ আলিম হোসেন (২৮), পিতা-মোঃ সুরত আলী, সাং-পৌর কলেজ পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

৩। মোঃ হাসমত আলী খান (৪০), পিতা- মানিক খান, সাং-সুবুধপুর (ঝাউবাড়ীয়া), থানা ও জেলাঃ মেহেরপুর।

৪। মোঃ আঃ রশিদ (৫৯), পিতা-মৃত-গহর আলী খাঁ, সাং-সাতগাড়ী পুরাতন পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

 

উদ্ধারকৃত আলামত

১। ০১(এক) টি গাভী গরু, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা।

২। ০২ (দুই) টি ষাড় গরু, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা।

৩। ০১(এক) টি খাসি ছাগল, মূল্য অনুমান ২৫,০০০/- টাকা।