রিপোর্ট: রবিউল ইসলাম বাবু
জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার মুন্সিগঞ্জ ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে ইউনিয়ন আমীর গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত ইসলামীর মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার অফিস সেক্রেটারি রমিজুল ইসলাম।