শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকার সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে।

 

সারা ব্রাহ্মণবাড়িয়ায় বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন মামলায় যারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, এমন ব্যক্তিদের; বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চাকুরীজীবী, এমনকি মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে ৩০/৪০/৫০ কিলোমিটার দূরের অজপাড়াগাঁয়ের খেটে মানুষকেও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।

 

আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। গ্রেফতার থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকদেরও রেহাই দেয়া হচ্ছে না।

 

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের এবং গণহারে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। একই সাথে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।