শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান  

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটায় কর্ণফুল নদীর তীরে জাহাজের উপরে কর্ণফুলী নদীকে স্বচ্ছ দূষণমুক্ত রাখতে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মহসিন আলম।

আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রতিষ্ঠাতা, সংগীত শিল্পী মাসুদ রানা, বিশিষ্ট সংগঠক কামরুল ইসলাম, সংগঠনের যুগ্ম মহাসচিব মো: তাসলিম হাসান হৃদয়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কালিম শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো : ইফতিকার, ক্যাপ্টেন রিয়াজুল ইসলাম, ক্যাপ্টেন মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মানিক , ক্যাপ্টেন জুবাইর মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বর্তমান যে হারে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে আগামীতে নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে। নদী দূষণ রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও চট্টগ্রাম বন্দরের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নদী বাঁচান দেশ বাঁচান কর্ণফুলী নদী এদেশের প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা। নদীর দুই কূল হতে যে হারে আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন নদীতে প্রবেশ করছে সেটা শীঘ্রই বন্ধ করতে হবে । এই কর্ণফুলী নদী এই দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমাদের মাথায় রাখা উচিত। নদীর দু কূলকে দখলমুক্ত করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে জীব বৈচিত্র বাঁচবে। পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের জোর দাবি নিয়ে ব্যতিক্রমধর্মী নদী রক্ষার এ অনুষ্ঠানের আয়োজন করে। তারা আরও বলেন, এখন আর চুপ থাকার সময় নেই। দেশের স্বার্থে জাতির স্বার্থে পরিবেশ রক্ষা করতে হবে। বৃক্ষ ও পাহাড় নিধন বন্ধ করতে হবে। শব্দ দূষণ ও নদী দূষণ বন্ধ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ক্ষতিকর প্লাস্টিক ও ফলিতিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে । বিষাক্ত গ্যাস ধোঁয়া বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আসুন স্বেচ্ছায় সেবা দান করি সকলে মিলে দূষণমুক্ত পরিবেশ গড়ি ।