বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ হোমনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু ধর্ম অবমাননাকারি বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর ৮ ঘণ্টা ঘুম হলেও কেন সকালে ক্লান্ত লাগে?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের 

আলী আজগর পনির
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের

 

আলী আজগর (পনির) নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খানের মেয়ে তসিবা খানম ওয়ারিশ সূত্রে পাওয়া তার প্রাপ্য সম্পত্তির অধিকার চাইতে গেলে তারই আপন চাচা নজরুল ইসলাম ও নিকট আত্মীয়দের হাতে লাঞ্চিত হয়। তসিবার ভাই ওবায়দুর রহমান খান রাহাত এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে থানায় দেওয়া হয় অভিযোগ।

 

এ বিষয়ে রাহাত জানায়, আমার বোন তসিবা চাচা নজরুল ইসলাম খানের কাছে জমির হিস্যা চাইতে গেলে আমার সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায়, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ঐ দিন আমাদের সাথে পুলিশও ছিলো। পুলিশের সাথে কথা বল্লে সব জানতে পারবেন। আমাকে সমাজে হেয় করতে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

তসিবা জানায়, চাচা নজরুল ইসলাম খান আমার হিস্যার জমি তো দিচ্ছেই না, উল্টো আমার ভাইকে সমাজে বকাটে-সন্ত্রাসী বানাতে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে পত্রিকায় অসত্য-বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। চাচা নজরুল ইসলাম হিস্যার বেশি জমি বিক্রি করেও ৭ শতাংশ জমি দখল করে রেখেছেন। কিন্তু আমার জমি তিনি বুঝিয়ে দিচ্ছেন না। আমি ইউএনও স্যারের কাছে বিচার চেয়ে দরখাস্ত দিয়েছি।

 

এ ব্যাপারে নজরুল ইসলাম খান জানান, ৭ শতাংশ নয়, ৬ শতাংশ জমিতে আমি বসবাস করছি। রাহাত, তসিবা ও তার মা তাদের হিস্যার চাইতে বেশি জমি বিক্রি করে দিয়েছে। তারপরও তারা আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি থানার আশ্রয় নিয়েছি।

 

এসআই খুর্শেদ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ও এসআই মুখলেছুর রহমান তদন্তের সার্থে ঘটনা স্থলে গিয়েছিলাম। রাহাত বা তসিবা নজরুল ইসলামকে হুমকি দিতে শুনিনি।