শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কুড়িগ্রাম জেলা বিএনপির অঙ্গ সংগঠনের দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম রফিক
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সারাদেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। কুড়িগ্রাম জেলা বিএনপির যুবদল, ছাত্রদল,ও স্বেচ্ছাসেবক দল এর সমন্বয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা, কুড়িগ্রাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় ।

কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ যৌথ সভাকর্মী সভার আয়োজন করে। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, দল ভারী করার জন্য স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করবো ।

শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে নয়ন বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।

যৌথ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান জনি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান আল মার্জান, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, যৌথ কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার সকল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।