শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

অনিয়ম দুর্নীতির কারণে সাতক্ষীরা রেঞ্জের দুই বন কর্মকর্তাকে অপসারণ করার অভিযোগ

ভয়েস অফ সুন্দর
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

ঘুষ দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোছাইন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে অপসারণ করা হয়েছে। এমন খবরে শ্যামনগরের বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

 

 

পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টার সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন

 

তাদের অপসারণের বিষয়টি বন সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

 

তবে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো কিছুটা এড়িয়ে গিয়ে বলেন ,কর্তৃপক্ষ সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোছাইন চৌধুরীকে জরুরী ভিত্তিতে সরিয়ে নিয়ে সেখানে হাছানুর রহমানকে দায়িত্ব দিয়েছেন।

কে এম ইকবাল হোছাইন চৌধুরী পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যোগদান করার পর হতে জেলেদের কাছ থেকে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি অবৈধভাবে ব্যাপক ঘুষ বাণিজ্য করেছেন,

ও অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করার সুযোগ করে দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা ।

 

তাদের অপকর্মের এমন খবর বন অধিদপ্তর ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নজরে আসলে তার কঠোর নির্দেশে বন মন্ত্রণালয় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষককে দ্রুত সরিয়ে ঢাকা হেড অফিসে প্রেরণ করা হয়েছে। তার স্থলে সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক পদে হাছানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সহযোগী কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে ডিভিশন ট্রান্সফার করে যশোরে সামাজিক বনায়নে পাঠানো হয়েছে।

 

এব্যাপারে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দোর সাথে কথা হলে তিনি বলেন, সুন্দরবনে দায়িত্বে থাকা অবস্থায় কোন অপরাধ করতে দেওয়া হবে না, তাই সে বনজীবী হোক আর বন বিভাগের লোক হোক। তিনি আরো বলেন, সুন্দরবনে কোন ঘাইজাল চলবে না, কলজাল চলবে না, পাটাজাল চলবে না,ভেসালী জাল চলবে না,ও কোন প্রকার দালাল অফিসে ঢুকবে না। নিয়মের বাইরে কাউকে চলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, ইকবাল হোছাইন চৌধুরী সাথে কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে ও অপসারণ করা হয়েছে।

এব্যাপারে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা রেঞ্জের নবাগত বন সংরক্ষক হাছানুর রহমান জানান আমি আপনাদের কাছে কথা দিচ্ছি সাতক্ষীরা রেঞ্জে আমি দায়িত্বে থাকা কালীন কোন অনিয়ম দুর্নীতি চলবে না। সর্ব প্রথম আমার কাজ থাকবে দালালদের ফরেস্ট অফিস থেকে বিতাড়িত করে পর্যায় ক্রমে সব কিছু নিয়ন্ত্রণে আনা । আপনারা মিডিয়ার ভাইয়েরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এদিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা এস এম হাবিব বলেন ,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) স্যার ট্রেনিং এর জন্য ঢাকা অফিসে গেছেন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে বদলিজনিত কারণে সামাজিক বনবিভাগ যশোরে যোগদান করেছেন।

 

উল্লেখ্য সম্প্রতিক সময়ে অনিয়ম দুর্নীতি ও অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ কাঁকড়া ধরার সুযোগ করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই দুই বন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

##