বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ হোমনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু ধর্ম অবমাননাকারি বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর ৮ ঘণ্টা ঘুম হলেও কেন সকালে ক্লান্ত লাগে?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন নয়: জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম 

মোঃ রুহুল আমিন রাজু
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আগামী ২৫-২৬ এবং ২৭ অক্টোবর জামালপুর জেলা পুলিশে নিয়োগ প্রক্রিয়া যাচাই-বাছাই সম্পন্ন করা হবে। কনস্টেবল পদে অধিক যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য আসন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের শারীরিক সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) নেওয়া হবে।

 

জানা গেছে, কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট থেকে প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে, সেজন্য জামালপুর জেলা পুলিশ কঠোর মনিটরিং এর ব্যবস্থা করবে। সেই সাথে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে সঠিক ভাবে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানাগেছে।

 

 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম- সেবা বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন নয় কোনো প্রার্থী কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আশপাশে এমন কোনো চক্রের কার্যক্রম দৃষ্টিগোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি।

 

প্রার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই কোনো প্রলোভনে কিংবা কোনোপ্রকার ফাঁদে পা দেওয়া যাবে না। সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।

 

জামালপুর জেলাবাসীর প্রত্যাশা, শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ করা হয়। কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে।