শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জে শিক্ষকের পদত্যাগ ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

এসএম শাহাদাত
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিবিধ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও ভুক্তভোগীদের অংশগ্রহণে রবিবার (২৭ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, অভিভাবক আজাদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ। এ বক্তারা বলেন বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ ও মিথ্যা মামলা হতে অব্যহতি দিতেই হবে। এই বিতর্কিত প্রধান শিক্ষক ও তার মুল দোসর সুজন মেম্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে তারা আরও বলেন সুজন মেম্বর শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত শিবির ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রদান, পুলিশ দিয়ে হয়রানিসহ অন্যায় ভাবে স্কুলের ছাত্র সেচ্ছাসেবক জাকারিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে পবিত্র রমজান মাসে জেলে প্রেরণকারী, কদমতলার অপরাধ জগতের গডফাদার। প্রাক্তন মেম্বর সুজনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে সবার প্রতি আহবান জানানো হয়। দল মত নির্বিশেষে সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়ে বিদ্যালয়ের রক্ষা করুন আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বলেন। সাধারণ শিক্ষার্থীরা বলেন” সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি, প্রশ্ন ফি, ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে এবং শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ, এলাকাবাসী, অভিভাবক বৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি। প্রখর রৌদ্রময় আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনে শতশত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেণ। উল্লেখ্য যে, সম্প্রতি প্রধান শিক্ষককে রাঞ্চিতের অভিযোগে কালিগঞ্জ থানায় আজাদুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষক হযরত আলী বাদী হয়ে। এঘটনায় ফুঁসে ওঠে স্কুলের শিক্ষক, কর্মচারী অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।