শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কলকিহারা গ্রামে হামলা ভাঙচুর: আহত ৪

ওমর আল বশির
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

 

ওমর আল বশির, দেওয়ানগঞ্জ( জামালপুর)

 

বকশীগঞ্জের মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের বেলাল হোসেনের পরিবার প্রতিবেশী জহুরুল হকের পরিবার দ্বারা হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন ।

এতে বেলালের পরিবারের ৪ সদস্য আহত হয়েছে । আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে।

 

হামলার ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ৩০ জনকে নামীয় আসামী সহ ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ হয়েছে, বসতভিটা ও কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জহুরুলের পরিবারের সাথে দ্বন্দ্ব। সেই সূত্রে গত বৃহস্পতিবার সুযোগ বুঝে জহুরুল তার লোকজন নিয়ে হামলা করেছে। এসময় জহুরুলেন লোকজন বসত ঘরের বেড়া, দরজা, জানালা, ঘরের ভিতরে থাকা চেয়ার, টেবিল, শোকেজ, হাফ বিল্ডিং ঘরের ৬টি থাই জানালা, ১টি পাওয়ার টিলার, ১৭টি গরু ও ৪টি ছাগল নিয়ে যায়। এবং একটি মোটরসাইকেল ভেঙে ফেলে। কয়েকটি ঘরের ভিতর থাকে ২০ ভরির অধিক স্বর্ণ সহ নগদ ১১ লক্ষ টাকা লুটপাট করেছে। এছাড়াও মাছের প্রজেক্ট হতে প্রায় তিন লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়া সহ ৬৬ শতাংশ জমির টাল বেগুন, ৫ শতাংশ জমির আখ, ১৬ শতাংশ জমির মরিচ ও ধনিয়া টেনে তুলে নষ্ট করেছে । এতে ক্ষতির পরিমাণ ৯১ লক্ষ ৪৫ হাজারের অধিক হয়েছে বলে ।

 

 

 

ভুক্তভোগী বেলাল মিয়া, মোশারফ, শাহজাহান সহ তাদের পরিবারের অন্যান্য লোকেরা বলেন, জহুরুল তার আত্মীয় স্বজন সহ শতাধিক লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে হামলাটি করেছে । আমাদের পরিবারের লোকজনদেরকে এলোপাথাড়ি মারধর করেছে। এতে আমাদের পরিবারের উজির মিয়া, আয়নাল মিয়া, সুমি বেগম, ঝরিফুল বেগম আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

মামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত জহুরুল হককে সরাসরি ও মোবাইল ফোন সহ বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে তার বোন নাছিমা, জামাই বাবু মিয়া দৈনিক আলোচিত জামালপুর’কে বলেন, জমি নিয়ে বেলাল হোসেনের সঙ্গে আমাদের বিরোধ আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু মীমাংসা হওয়ার আগেই ঝামেলা হলো। তবে এখনও মীমাংসা হওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছে।