শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিএনপির নেতা কে আওয়ামী লীগ নেতা বানানোর অপপ্রচার! 

মোঃ নুর হোসেন
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

 

 

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন, স্বাক্ষরহীন কমিটি দেখিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর অপ্রচার করা হচ্ছে দাবি করেন, শামীম আব্বাস সুমন।

 

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, তার বাবা আনোয়ার চেয়ারম্যান বিএনপির রাজনীতি করতেন। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা আনোয়ার চেয়ারম্যান গণমানুষের সাথে ছিলেন, জনগন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একটি মহল বিএনপির উঠান বৈঠকের ছবি ব্যবহার করে অপপ্রচার করছে।

 

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন।

 

এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।