বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
বোয়ালখালীতে আবারও আট ফুটের বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিএনপির নেতা কে আওয়ামী লীগ নেতা বানানোর অপপ্রচার! 

মোঃ নুর হোসেন
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন, স্বাক্ষরহীন কমিটি দেখিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর অপ্রচার করা হচ্ছে দাবি করেন, শামীম আব্বাস সুমন।

 

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, তার বাবা আনোয়ার চেয়ারম্যান বিএনপির রাজনীতি করতেন। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা আনোয়ার চেয়ারম্যান গণমানুষের সাথে ছিলেন, জনগন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একটি মহল বিএনপির উঠান বৈঠকের ছবি ব্যবহার করে অপপ্রচার করছে।

 

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন।

 

এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।