প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ২:০৩ পি.এম
শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা যুবকের,থানায় মামলা
ভয়েস অব সুন্দরবন ।।সাতক্ষীরার শ্যামনগর বংশ্বীপুর এলাকায় গাছের ফল চুরির ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা তার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে।চাচার দায়ের কোপে ভাতিজা সাদ্দাম গাজী( ৩৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় উক্ত আহত সাদ্দাম গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও হাসপাতাল সুত্রে জানা গেছে,০৯/০৬/২০২৫ তারিখ সন্ধ্যায় ফল চুরি করা কে কেন্দ্র করে উপজেলার বংশ্বীপুর এলাকার সাবেক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মৃত্যু দরবার গাজীর পুত্র মোহাম্মদ আলী গাজীর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল ভাতিজা সাদ্দাম গাজীর ঝাপিয়ে পড়ে। এ সময় চাচা মোহাম্মদ আলীর হাতে থাকা দায়ের কোপে ও অন্যান্যদের লাঠির আঘাতে ভাতিজা সাদ্দাম গাজী মারাত্মক ভাবে আহত হয়। এ সময় এলাকাবাসী আহত সাদ্দাম গাজী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এঘটনায় ভাতিজা সাদ্দাম গাজী বাদী হয়ে মোহাম্মদ আলী গাজী (৫৮), আলোয়া খাতুন(৫৫), মরিয়ম পারভীন (৩৮), সুমি পারভীন (২৭) কে আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে উক্ত বিবাদী চাচা মোহাম্মদ আলী উল্টো ভাতিজার বিরুদ্ধে থানায় একটি লিখিত ভিত্তিহীন অভিযোগ দিয়ে মামলা করার পায়তারা করছেন, বলে জানা গেছে। এ বিষয় আহত সাদ্দাম গাজী সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
##
Copyright © 2026 dainikkhaborprotidin.com. All rights reserved.