বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর পদ্ধপুকুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন উপজেলা হলরুমে গত ১৬/৭/২৫ তারিখে প্রকাশ্যে নিলাম প্রদান করে ঝাপার ২০.৪৮ একর খাল টি ইজারা দিয়ে ১৪ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় করেছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্ধপুকুর ইউনিয়নের খাস খালবদ্ধ চিংড়ি মহল ঘোষণাকৃত জলমহাল টি ওই এলাকার একটি জবরদখলকারী মহল জাল কাগজপত্র তৈরী অবৈধ ভাবে দখলে রেখেছিল। ভুমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম যোগদান করার পর থেকে জোর চেষ্টা চালিয়ে সকল দখলকারীদের অবৈধ দখলচ্যুত করে অবশেষে নিলামের ব্যবস্থা করেন। একাধিক ব্যক্তি এ নিলামে অংশ গ্রহন করলে জেলা প্রসাশকের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুক্ত নিলামের মাধ্যমে বাংলা ৩০ শে চৈত্র ১৪৩২ সালের ৯ মাসের জন্য ১৪ লাখ ৯০ হাজার দরদাতার আনুকুল জলমহলটি নিলাম প্রদান। দীর্ঘদিন পরে এ জলমহল থেকে মোটা অংকের রাজস্ব আদায় হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন ও
ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে শুভ কামনা ও ধন্যবাদ জানানো হয়েছে।