নানা বর্ণাড্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে পটিয়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রাম বিভাগের সবচাইতে বড় রাস উৎসবের আয়োজন করা হয়।উৎসবের প্রথম দিনেই আয়োজন করা হয় ধর্ম সম্মেলন,গীতা পাঠ প্রতিযোগিতা,সংস্কৃতি অনুষ্ঠান ও ধর্মীয় গীতিনাট্য।
পটিয়া পৌরসভাধীন সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি রাস উদযাপন পরিষদ আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত।
এতে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসন হতে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য সচিব মো. মোজাম্মেল হক, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-আহবায়ক মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাস'র সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া পৌরসভাধীন ২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. করিম, সাধারণ সম্পাদক মো. আবু, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ফারুক।
প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা ও কলামিস্ট উত্তম চক্রবর্ত্তী। মহান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সহ-সভাপতি দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলকি চৌধুরী, বাগীশিপ- চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দাশ (প্রধান শিক্ষক), সাংবাদিক প্রণয় দাশগুপ্ত শিমুল, কোতোয়ালী থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ছাত্রী সংসদের নবনির্বাচিত সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পূর্ণিমা রাধে, কাঞ্চন নাথ।
শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। স্বাগত বক্তব্য দেন রাস উদযাপন পরিষদ ২০২৫ এর সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ'র সাধারণ সম্পাদক তাপস দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ - চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে।
সবশেষে নৃত্য প্রশিক্ষক অমিত চক্রবর্ত্তী আয়ুশের পরিচালনায় এবং নৃত্যাঞ্চল-পটিয়া'র শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গীতিনাট্য "সীতার বনবাস" পরিবেশিত হয়।
তিনদিন ব্যাপি এই রাস উৎসব ০৪ নভেম্বর হতে ০৬ নভেম্বর পর্যন্ত থাকবে।
সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি প্রাঙ্গণ, ২নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, পটিয়া থানা অধীনে এই রাস উৎসব আয়োজন করা হয়েছে