শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

করিমগঞ্জে আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে 

এস এম মাসুম
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ থেকে এস এম মাসুম

আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশন -এর উদ্যোগে করিমগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬শে আগস্ট) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (৩০আগস্ট) পর্যন্ত চলে। এ সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদ্রাসা, উরদিঘী দাখিল মাদ্রাসা, সুলতাননগর, খয়রত, দক্ষিণ আশতকা, উত্তর আশতকা, মোকাবাড়ি, উরদিঘী ভিটাহাটি হাফেজি মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্কুল-মাদ্রাসা, কোচিং সেন্টার ও জনসমাগমপূর্ণ স্থানে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখিত লিফলেট বিতরণ করা হয়।
আল-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন। কাঠাল, জাম, জলপাই-সহ বিভিন্ন দেশীয় ফলজ গাছের চারা রোপন করেন তারা। আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য জনাব মোজাম্মেল হক [সংবাদ মাধ্যমে নাম]কে জানান, আমরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশে বৃক্ষের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে– তা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। নির্বিচারে গাছ কাটতে নিষেধ করেছি। সবাইকে নিজ নিজ আঙিনায় অন্তত ১টি করে হলেও গাছ লাগাতে উৎসাহ প্রদান করছি।”
আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য জনাব সাদিকুর রহমান জানান, এটা আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। গুনধর ইউনিয়ন ও আশপাশ এলাকায় বৃক্ষের অনেক চাহিদা রয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপন কর্মসূচি পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। যা গুনধর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার সামাজিক উন্নতির লক্ষ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়।