শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩১

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সারাদেশে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার হয়েছে। এ সময় ফেন্সিডিল, ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

 

রংপুর: রংপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ জন গ্রেফতার হয়েছে। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযানে জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা শনিবার রাতে পাঁচবিবির চকসমসের এলাকা থেকে ২৫৮ পিস ইয়াবাসহ মোস্তফা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি উত্তর গোপালপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে মোস্তফাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

 

ডোমার (নীলফামারী): ডোমার উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সিপিসি-২ এর একটি দল। শনিবার রাতে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিনবট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল, ৫৭ হাজার ২৫০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাজীপাড়া গ্রামের মো. রশিদুল ইসলাম সানুর ছেলে বুলবুল ও উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে মো. আব্দুল কুদ্দুস। শনিবার রাতেই তাদের ডোমার থানায় সোপর্দ করা হয়।

 

এসআই আব্দুল ওয়াহাব জানান, রবিবার ডোমার থানায় তাদের বিরুদ্ধে ডিএডি নুরল ইসলাম বাদী হয়ে মামলা করেন। আদালতের মাধ্যমে বিকালে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।