শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী  ও বিজয় দিবসের প্রস্তুতি সভা বয়কট করলেন বিএনপি নেতৃবৃন্দ

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

এস কে সিরাজ শ্যামনগর সাতক্ষীরা।।
সাতক্ষীরার শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা বয়কট করেছে শ্যামনগর উপজেলা বিএনপি।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সভায় অংশ নেয়নি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, আহত ছাত্র মাসুম বিল্লাহ, আহত ছাত্রের অভিভাবকদের পক্ষে শেখ জাবের হোসেন, জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সামিউল মনির, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও অপরাপর রাজনৈতিক দলসহ ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসব বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন,  অনুপস্থিতির প্রথম কারণ স্মরণসভার চিঠি যথাযথ প্রক্রিয়ায় পাওয়া যায়নি। দ্বিতীয় সভার ব্যাপারে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, যে শক্তি স্বাধীনতা তথা বিজয়ের বিরোধীতা করেছিল তাদের উপস্থিতিতে বিজয় দিবসের সভা প্রহসনের সামিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে আমরা চলে এসেছিলাম। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগের দলীয় লোকজন এবং আওয়ামী লীগের দোসরদের নিয়ে পূর্বে থেকে মিটিং করতেছিল। যারা বরাবরই স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। বিএনপি’র মত একটি বড় দলকে অবহিত না করে এ ধরনের গুরুত্বপূর্ণ মিটিং করাটার উদ্দেশ্য কি এটি আমাদের বোধগম্য নয়। এ ধরনের মিটিং এভাবে করাকে আমরা নিন্দা জানাই।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন জানান, চিঠির প্রাপ্তি স্বীকারপত্র দেখানোর পর বিএনপি নেতৃবৃন্দ মোবাইলে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে সবাইকে চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়ে বড় একটি দলের নেতৃবৃন্দ সভায় অনুপস্থিত ছিলেন।
##