শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে  ব্যাপক উৎসাহ উদ্দীপনায়  মহান বিজয় দিবস পালিত, বিএনপি’র  র‍্যালীতে  মানুষের ঢল

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

এস কে সিরাজ শ্যামনগর ।।
 মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় গোপালপুরস্থ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ  রনি খাতুন পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া করেন। এরপর শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান এর নেতৃত্বে সকাল ৯ টায় একটি র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর বিএনপি’র অপর গ্রুপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা কমিটির সদস্য এডভোকেট আশেক এলাহী মুন্নার নেতৃত্বে একটি বিশাল  র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, দীর্ঘ ১৭ বছর পরে  এ ধরনের একটি র‍্যালিতে বিএনপি’র নেতৃবৃন্দ শত স্ফূর্তভাবে সাড়া দিয়ে ও সাধারণ মানুষ  অংশগ্রহণ করে শহীদ মিনারে মাল্য দান করেন। এ সময় প্রায় কয়েক হাজার মানুষ এ র‍্যালি অংশগ্রহণ করে। এদিকে শ্যামনগর উপজেলা জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে বড় একটি মিছিল শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণ করেন।
এরপর বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্প অর্পণ শেষে উপজেলা কৃষক দলের অফিসের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান,ও শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বাস স্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না,ও জহরুল হক আপু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯ টায় শ্যামনগর মডান স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।
##