শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নবনীতা চৌধুরী ◾
আজ চট্টগ্রাম হিলভিউ টাংকির পাহাড় বস্হি এলাকার অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত দুস্থ মানুষদের পাশে শীতকালীন বস্ত্র নিয়ে পাশে দাঁড়ায় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবার।
শীতের অমানবিক প্রবাহে কষ্ট পাওয়া কয়েক’শ মানুষদের মাঝে শীতকালীন বস্ত্র কম্বল বিতরণ করেন চট্টগ্রামের PIHR টিম।
এইসময় উপস্থিত ছিলেন PIHR এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: কামরুল কায়েস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হেলাল সিকদার,সংগঠক মো: তুহিন,মো: তানবির,মো:ইমরান,শাহীন মাহমুদ,মামুনুর রশিদ মামুন,মো: শিফাত,মো: রাশেদুল,পূর্ণিমা, তানহা,জেমি,লায়ন হালিমা চৌধুরী,জুলি আক্তার,রুম্পি আক্তার,রাসেল,মুসা,আসাদ,সুরাইয়া,আরজু,রাকিব সহ সংগঠনের আরো অনেক সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: কামরুল কায়েস চৌধুরী বলেন আমাদের দেশের গরিব-দু:খী সুবিধাবঞ্চিত মানুষরা সবচাইতে বেশি কষ্ট পায় বর্ষাকাল ও শীতকালে।
দেশের সকল সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষরা এই শীতের দিনে রাস্তার পাশে অথবা বস্হি এলাকায় ভাঙাচোরা বেড়ার ঘরে কোন রকমে খুব অমানবিক কষ্টে দিন যাপন করছে।
এ সময় তারা খাবারের পাশাপাশি শীতেও প্রচুর কষ্ট পাচ্ছে।
এই সমাজে যারা স্বাবলম্বী বিত্তবান ব্যক্তিরা আমরা যারা আছি তারা যদি এই সকল দু:খী মানুষদের পাশে দাঁড়ায় তাহলে এ সমাজে সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষরা অনেক সুযোগ-সুবিধা পাবে। তাদের এই চরম কষ্টের মুহূর্তে যদি আমরা আমাদের সহযোগিতার হাত বাড়াই তাদের প্রতি যদি একটু মানবিক হই তাহলে এই সমাজে এসব কষ্টে থাকা মানুষদের কিছুটা হলেও ভাগ্যের পরিবর্তন ঘটবে।
আমি চাই আমাদের সমাজের সকল স্তরের মানুষগুলো কষ্টে থাকা নিপীড়িত দু:খী মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসুক।তাদের সাহায্য করুক।
বক্তব্য শেষে উপস্থিত সকল দুস্থদের মাঝে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR চট্টগ্রাম বিভাগীয় টিমের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
