শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
রাজনীতিতে শেষ বলতে কিছু নেই!
চট্টগ্রাম ১০ আসনে বিএনপির হেমিলনের বাঁশিওয়ালা সাঈদ আল নোমান তূর্য
প্রণয় দাশগুপ্ত শিমুল◾
◾তৃণমূলের কাছে জনপ্রিয়তাকে যোগ্য মনে করেছে বিএনপি
◾যোগ্যতা বিচারে বিএনপির নির্বাচনী মনোনয়ন পাল্লা ভারী ছিল জনপ্রিয়তার দিকে
আগামী নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা দলের প্রার্থি গোষণা দেওয়ার প্রতিযোগিতা।প্রত্যকটা দলে প্রত্যকে প্রার্থি তাদের রাজনীতির যোগ্যতার স্বীকৃতি স্বরূপ মনোনয়ন পাওয়ার আশায় শুরু করেছে দৌড় ঝাপ।
এরি মধ্যে আগামী ত্রয়োদশ নির্বাচনের বাশির সুর সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার আনাচে-কানাচে শোনা যাচ্ছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল ঘোষণা করেছে তাদের প্রার্থী।
তার মধ্যে সারা বাংলাদেশের বেশিরভাগ আসনেই প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুরুতেই প্রথম ধাপে ২৩৭ টি আসন। দ্বিতীয় ধাপে প্রায় ১৬ টি আর কিছু আসন হয়েছে জোটের বণ্টনে ভাগাভাগি।
তবে কিছু কিছু আসনে প্রার্থীতা ঘোষণার পরও প্রার্থিতা বাতিল করেছে দেশের বৃহত্তর রাজনৈতিক এই দলটি।
কথায় আছে রাজনীতির আড়াই চাল!
আর তাই হয়তো অনেকে বলে রাজনীতিতে শেষ বলতে কোন কিছু নেই।
আর চট্টগ্রাম রাজনীতির মাঠে এই কথার বাস্তব চিত্র ফুটে উঠেছে খুবই স্পষ্টভাবে।
প্রথম চিত্র চট্টগ্রাম ৯ আসনে
প্রথমে প্রার্থিতা ঘোষণা ২০ মিনিটের মাথায় প্রার্থিতা বাতিল।
তারপরের চিএ চট্টগ্রাম ৪ এ প্রার্থিতা ঘোষণার বেশ কয়েকদিন পর আবার নতুন করে হেভি ওয়েট প্রার্থী আসলাম চৌধুরীর নাম ঘোষণা।
একই সাথে চট্টগ্রাম ১০ আসনে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থি আমির খসরু মাহমুদকে সরিয়ে ১১ আসনে তাকে প্রার্থিতা দেওয়া
আর সর্বশেষ চিএ ১০ আসনে মনোনয়ন পেল কিংবদন্তি রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের একমাত্র ছেলে সাঈদ আল নোমান তূর্য।
রাজনীতির মাঠে তরুণ প্রজন্মের নতুন সূর্যের উদয় এই নেতা তূর্য যে একটি বড় উদাহরণ।
বাবার রাজনীতির জনপ্রিয়তা ও সন্মান ধরে রাখতে খুব অল্প সময়েই সবার মনে জায়গা করে নিয়েছে এই তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা তূর্য।
শিক্ষা সংস্কৃতি মানবতা এই বিষয়গুলোকে সব সময় অনেক বড় করে দেখছেন এই তরুণ রাজনীতিবিদ।
তরুণী এই নেতার রাজনীতি শুরু বাবার হাত ধরেই আর তাই বাবার দেখানো পথেই হাঁটছেন তিনি এবং কাজ করে যাচ্ছেন অন্যদের থেকে একটু ভিন্নভাবে।
চট্টগ্রাম ১০ আসনে বিএনপি’র এই হেমিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে তৃণমূলের সবাই খুবই মুগ্ধ।
রাজনীতির শুরুর দিন থেকেই নোমান পুত্র তার নিজ যোগ্যতা আর জনপ্রিয়তা দিয়ে গড়ে তুলেছে এক বিশাল জনগোষ্ঠী।
যে জনগোষ্ঠী সাইদুল নোমান তূর্য’র মধ্যেই আব্দুল্লাহ আল নোমানকে ফিরে পেয়েছে বলে মনে করছেন।
তৃণমূলের আশার বাতিঘর▪️▪️
তৃণমূল জনগোষ্ঠীর সবাই বলছে দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নোমান পুত্র দলীয় মনোনয়ন পাওয়ার আগেই মন জয় করে নিয়েছে আমাদের।
গত প্রায় দুই বছর ধরে টানা আমাদের সকলধরনের খবর নিচ্ছেন চট্টগ্রামের বীর নেতার সন্তানএই তূর্য।
আমরা তাকে যথেষ্ট ভালোবাসি ও বিশ্বাস করি ও অনেক বেশি যোগ্য মনে করি।
আমরা মনে করি সেই আমাদের একমাত্র পরম বন্ধু,সুখে-দুখে আমরা তাকেই কাছে পাবো। আমরা তার ওপর যথেষ্ট ভরসা রাখতে পারি।
আর তাই আমরা অনেক বেশি খুশি ১০ আসনে তূর্য ভাইকে অভিভাবক হিসেবে পেয়ে।
উনাকে আমরা আমাদের মনের সকল কথা খুলে বলতে পারি। উনি খুব কাছ থেকে আমাদের মনের সকল কথা শোনার চেষ্টা করেন। আগামীতে আমরা তাকেইই আমদের নির্বাচিত অভিভাবক হিসেবে দেখতে চাই এবং তাকে নির্বাচিত করার জন্য যা যা কিছু করা লাগে আমরা তাই করবো।
