শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাগাতিপাড়ায় মতলেব হোসেন নিখোঁজের ৪২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

স্বাধীন আলম হোসেন
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার পর মতলেব হোসেন নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। মতলেব হোসেন উপজেলার সালাইনগর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহার প্রামানিকের ছেলে ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মতলেব গত বুধবার বিকেল ৩টার দিকে বাজার করার একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী নৌকায় করে পার হয়ে পাশের জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে যান। এরপর সন্ধ্যা আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। এর আগে মতলেবের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তার নিখোঁজের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরিবারের ধারনা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মতলেব হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ও পুলিশ অফিসার নিয়ে ঘটনাস্থলে যান বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে তারা এসে কৃষক মতলেবের লাশের প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করেন। সুরাৎহালে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, এব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে ।