শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

যারা অন্তবর্তীলকালীন সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে —–সাতক্ষীরায় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ নেতা মুনতাজুল ইসলাম

ফরিদ আহমেদ ময়না
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

 

সাতক্ষীরাপ্রতিনিধিঃ

যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেছেন, যারা অন্তবর্তীলকালীন সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে তিনি গনঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতিকে নিবন্ধন পাওয়ায় নিজ এলাকায় আনন্দর‌্যালী ও গনসংযোগকালে এসব কথা বলেন।

মনতাজুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুনদের বাংলাদেশ। তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ন্যায় ভিত্তিক কল্যাণমুখী বাংলাদেশ। তিনি আরো বলেন, আমরা এক স্বৈরাচার কে বিদায় করেছি অন্য কোনো দখলদার স্বৈরাচার সরকারকে আমরা বসাতে চাই না। যারা বর্তমান সরকারের সুযোগ সুবিধা নিয়ে স্বৈরাচার হয়ে উঠবে, যারা দখল দারিত্ব করবে তাদের বলতে চায় আগের স্বৈরাচার সরকারের যে অবস্থা হয়েছে আপনাদেরও যেনো সেই অবস্থা না হয়। তিনি বলেন, আগামী বাংলাদেশ গড়ার ভুমিকা রাখবে গণ অধিকার পরিষদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ অন্যান্যরা।