শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: গাজী মিজান সভাপতি, নাজমুল সম্পাদক

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মোঃ কুরবান আলী

জেলার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইউনুছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্ল্যহ আমান। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মো. নজিবুল ইসলাম, বদিউজ্জামান খান, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিবউদ্দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় হতে দু’জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ ভোটারের মধ্যে ৬৫জন ভোটারের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো. আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান এবং অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম।