শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মৃত্যুর সাত দিন পর দীপঙ্করের মরদেহ আসলো নিজ বাড়িতে

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলার তরুণ প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাশ দ্বীপের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমান দীপঙ্কর দাশ দ্বীপ। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৫টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দীপঙ্কর দাশ দ্বীপ বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের সন্তান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক, বিনোদন ও সামাজিক বার্তাভিত্তিক কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কনটেন্টে হাস্যরসের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও থাকত।

ইদানীং তিনি নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের নানার বাড়িতে এবং পরবর্তীতে পরিবারের সঙ্গে সিলেট শহরের গোপালটিলা এলাকায় বসবাস করছিলেন। সেখান থেকেই উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যান।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জ-বাহুবল ও সিলেটজুড়ে নেমে আসে শোকের ছায়া।

বন্ধু, সহকর্মী ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

দীপঙ্কর দাশ দ্বীপ ছিলেন এক উদ্যমী, ইতিবাচক এবং সৃষ্টিশীল তরুণ যিনি হাসি ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তরুণ সমাজকে।

তাঁর মৃত্যুতে নবীগঞ্জ-বাহুবলবাসী হারাল এক প্রতিভাবান স্বপ্নবাজ তরুণকে, যার স্বপ্ন ছিল নিজের সৃজনশীলতা দিয়ে দেশ-বিদেশে পরিচিতি অর্জনের

মা বাবা পরিবার ও সমাজের সকল স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল তার মৃত্যুতে। মৃত্যুর সাতদিন পর লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসলো দ্বীপ।মালয়েশিয়া থেকে বুধবার সন্ধ্যায় দীপঙ্করের মরদেহ আসার পর এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে করে সেই লাশ আসে তার নিজ বাড়িতে।
তাকে দেখার জন্য সেখানে জড়ো হয় এলাকার হাজার হাজার
লোকজন।
প্রতিভাবান এই কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের অকাল মৃত্যুতে পুরো নবীগঞ্জ এখন শোকের চাদরে ঢেকে গেছে।