শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম:
যেসব আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী এসএসসির ফরম পূরণের সময় বাড়লো নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকি অন্তিম মুহূর্তে যে উপদেশ দিয়েছিলেন নুহ (আ.) একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো : জামায়াতের হুঁশিয়ারি এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২ মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর, বহাল থাকলো বিএনপি প্রার্থী আলমগীর র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা অধ্যাদেশ জারি : হাওর-জলাভূমি দখল ও অবৈধ মাছ শিকারে জরিমানা ১০ লাখ  কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জে নাসিক প্যানেল মেয়র মতির উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর,অগ্নিসংযোগ

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মতিউর রহমান মতির উপর হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করে সন্ত্রাসী হান্নান ও ইসমাইল এবং তাদের বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১২ টার সময় সিদ্ধিরগঞ্জ আদমজী নগর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিদ্ধিরগঞ্জ আদমজী নগর নতুন বাজার আবেদ মার্কেট এলাকার বাসিন্দা হাজী বাড়ির আবুল হাসেমের ছেলে হান্নান ও ইসমাইল গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো দীর্ঘদিন যাবৎ। উক্ত বিষয়ে মিমাংসা করতে আসেন প্যানেল মেয়র মতিউর রহমান মতি। কথাবার্তার এক পর্যায়ে হান্নান ও ইসমাইল এবং তাদের বাহিনী মিলে মতির উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এতে করে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কিছু লোকজন নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের একাদশ জাতীয় নির্বাচনীয় ক্যাম্প আগুন গিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাউন্সিলর মতিউর রহমান মতির উপর হামলার কথা শুনেছি। আমি একাদশ জাতীয় নির্বাচনের পরের দিন থেকে শারীরিক ভাবে অসুস্থ্য। কিন্তু হামলাকারীরা আমার দলের কেউ না। হান্নান নামে আমার এক কর্মী আছে কিন্তু এ হান্নান সেই হান্নান না। আদমজী নতুন বাজার এলাকার আবুল হাসেম এর ছেলে হান্নানের সাথে কাউন্সিলরের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, হান্নানকে আমার দলের কর্মী ভেবে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে তারা। আমি এর সুস্থ্য তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। এদিকে আগুন লাগানোর বিষয়ে মতিউর রহমান মতির লোকজন বলেন, সিরাজুল ইসলামের নির্বাচনীয় ক্যাম্পে কে বা কারা আগুন দিয়েছে তা আমরা জানিনা। তারা আরো বলেন, মতিউর রহমান মতি হুন্ডা করে আদমজী নতুন বাজার এলাকায় আসলে আবুল হাসেমের ছেলেরা এবং তাদের সন্ত্রাসী বাহিনী অতর্কিত ভাবে হামলা চালায়। পরে নেতাকর্মী তাকে উদ্ধার করে আলিফ হাসপাতাল নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় একটি হাসপাতাল নিয়ে যান। ঘটনার পরপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছেন। মতির উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।