বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম:
প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ হোমনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু ধর্ম অবমাননাকারি বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর ৮ ঘণ্টা ঘুম হলেও কেন সকালে ক্লান্ত লাগে?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র চাহরাম শরীফ অনুষ্ঠিত পারস্পরিক মতামত-বিশ্বাস-শ্রদ্ধাবোধের ভেতর দিয়ে দেশ পরিচালনার তৌফিক প্রার্থনা

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া- র প্রবর্তক নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ভ্রাতুষ্পুত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র মহান বার্ষিক খোশরোজ শরীফ এবং হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র প্র-পৌত্র মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এবং তাঁর জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।

তিনি দেশ-জাতি-উম্মাহ’র কল্যাণ কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলা র দরবারে ফরিয়াদ করেন।

মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সদ্য অনুষ্ঠিত শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সকল মুসলমানদের পক্ষ হতে, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র সকল অনুসারীদের পক্ষ হতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।

তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে- সম্মানের সাথে উদযাপন করতে পারে, পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধের ভেতর দিয়ে, যাতে একে অপরের প্রতি সম্মানবোধের ভেতর দিয়ে, পরস্পরের মতামতের-বিশ্বাসের-শ্রদ্ধা বোধের ভেতর দিয়ে, আমরা যাতে এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি,

যার যার প্রাপ্য অধিকার ও সম্মান যাতে যথাযথ ভাবে প্রত্যেকে লাভ করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন।

মিলাদ-কিয়াম-মুনাজাত শেষে আগত অগণিত আশেক, ভক্ত,

জায়েরীণদের তবাররকাত হিসেবে ফলারাদি এবং নেয়াজ পরিবেশন করা হয়।