রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম:
দিল্লি-লাহোরের বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর চট্টগ্রাম-৮ : ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান বাণিজ্যিক রাজধানী গড়তে নগর সরকার প্রয়োজন: মেয়র শাহাদাত ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া গুম-খুন-নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয়
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান 

আরিফ হাসান গজনবী 
Update Time : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার নির্যাতিত, বঞ্চিত ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজন দিগরাজ বাজারে এ সহায়তা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমডি আকবর আজাদ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ ও সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন টুটুল ও ইমরান হোসেন রকি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করেছে। এছাড়া তাদের অনুসারীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি সকল সহায়তা ভোগ করিয়েছে। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সবসময় মূল্যায়ন করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধারাসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

####