রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম:
দিল্লি-লাহোরের বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর চট্টগ্রাম-৮ : ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান বাণিজ্যিক রাজধানী গড়তে নগর সরকার প্রয়োজন: মেয়র শাহাদাত ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া গুম-খুন-নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয়
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

লালমনিরহাট জেলার শীর্ষ সন্ত্রাসী, মাদক মাফিয়া, হুন্ডি কারবারি জায়গা দখলদার নারী পাচার কারি,হুন্ডি সুমন এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন সি আই ডি টিম,

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
Update Time : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

 

 

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

 

লালমনিরহাট জেলার মৃত বাচ্চু খানের ছেলে,

সন্ত্রাসী মাদক কারবারি সাখাওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে মামলা দায়ের।

২০১৫সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় করেছে, লালমনিরহাট সদর থানা মামলা নং-৬১ তার অবৈধ সম্পদ ব্যাংক হোটেল অন্যন্য ব্যাবসা সহ চোরাচালান, মাদক ব্যাবসা স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেন সিআইডি লালমনিরহাট জেলা এসপি জনাব মোঃ আব্দুল হাই সরকার।

হুন্ডি সুমন খানের ব্যাংকে জমা দুইশত ৩৭ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার সাত শতো টাকা, তার স্ত্রী নাহিদ আখতার রুমার নামে ৪ কোটি ৩৯লক্ষ ৩৫হাজার ৩শত টাকা, সুৃমন খানের কর্মচারী পুরান বাজার নিবাসী হারুন এর ছেলে তৌকির আহমেদ মাসুম ৩৮, এর ব্যাংক একাউন্টে ১০০শতো ছিয়াশি কোটি ৯৫লক্ষ ৬১হাজার ১শতো টাকা বৈধ আয়ের দ্বারা কেউ এ পরিমাণ নামে বা বেনামে সম্পদ করতে পারেনা

লালমনিরহাট সাধারণ জনগণের সাথে সাংবাদিক রা কথা বললে সাধারণ জনগণ সাংবাদিক দের জানান যে এ সন্ত্রাসী সুমন খানের চামচারা ও কোটি কোটি টাকার মালিক এখন নামে বে নামে সম্পদের পাহাড় করেছে তাঁরা তার ছোট্ট বোন জামাই, সহ তার সাথে থাকা সকল কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হোক এবং তা সরকারি সম্পদের আওতাভুক্ত করা হোক।

সুমন খান তিস্তা ব্রিজ দিয়ে মাদক স্বর্ণ নারী পাচার সহ নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন তার চেলা-পেলাও রয়েছে অনেক তার সকল সম্পদ সরকারি ভাবে দখল করা হোক এবং তার সাথে থাকা সকল চামচাদের সম্পদের তলপ করা হোক এবং সকল সম্পদ সরকারি সম্পদে পরিণত করা হোক গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিরুদ্ধ ৫০শের অধিক অভিযোগ পড়ে কিন্তু পুলিশ বাহিনী তা মাথায় নেয়নি দেয়নি আইনের সু শাসন।