রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
দিল্লি-লাহোরের বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর চট্টগ্রাম-৮ : ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান বাণিজ্যিক রাজধানী গড়তে নগর সরকার প্রয়োজন: মেয়র শাহাদাত ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া গুম-খুন-নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয়
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিচারকের সই জাল করায় একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

মনির হোসেন
Update Time : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শা উপজেলার বসতপুরের মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিক জামাল হোসেনের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক একজন বিচারকের সই জালিয়াতি করে প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়েছে আদালতপাড়ায়। এমনকী সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে।

 

অ্যাডভোকেট প্রবীর চক্রবর্তী জানান, বেনাপোল পোট থানা এলাকার গোলাম মোরশেদ ২০১৮ সালে যাদবপুর গ্রামের আব্দুল লতিফ খাঁর কাছ থেকে তার কাগজপুকুরে থাকা মেসার্স তনিমা ফিলিং স্টেশন লিজ নিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি বসতপুরের মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিক জামাল হোসেন কিছু কাগজপত্র এনে দাবি করেন,

 

তিনি ২০২১ সালের ১২ জুলাই আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে আব্দুল লতিফ খাঁর কাছ থেকে মেসার্স তনিমা ফিলিং স্টেশন লিজ নিয়েছেন। দাবি করা হয়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালত থেকে চুক্তিপত্র অ্যাফিডেভিট করা হয়েছে।

 

বিষয়টি গোলাম মোরশেদ মেসার্স তনিমা ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ খাঁকে অবহিত করলে তিনি জামাল হোসেনকে লিজ দেননি এবং আদালতে এ সংক্রান্ত কোনো এফিডেভিট করা হয়নি বলে নিশ্চিত করেন। কথিত চুক্তিনামায় দেখানো আব্দুল লতিফ খাঁর সই জাল। এরপর সত্যতা যাচাইয়ের জন্য আদালতের সংশ্লিষ্ট বিভাগের নথি যাচাই করে জানা যায় বিষয়টি ভুয়া। এমন কোনো এফিডেভিট করা হয়নি।

 

আদালতের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, বিচারকের সই জাল করে প্রতারণার আশ্রয় নেয়ায় মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#