রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম:
দিল্লি-লাহোরের বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর চট্টগ্রাম-৮ : ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান বাণিজ্যিক রাজধানী গড়তে নগর সরকার প্রয়োজন: মেয়র শাহাদাত ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া গুম-খুন-নির্যাতনের পরও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয়
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা আহত স্ত্রী, স্বামী পলাতক

সুরুজ্জামান রাসেল 
Update Time : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

 

 

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুরের শ্রীপুরে সোমবার সকালে পৌর এলাকার চন্না পাড়া গ্রামে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে গুরুতর যখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

 

 

 

জানা যায়, নিহত আশরাফুল আলম ও আজিজুলের স্ত্রী তাসলিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

 

স্থানীয়দের পুলিশ জানায়, নিহত আশরাফুল ও আজিজুলের স্ত্রী তাসলিমা একই কারখানায় চাকরি করা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাসলিমার স্বামী আজিজুল হক জানতে পেরে তাদের দুই জনকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন।

সোমবার সকালে বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে স্ত্রীর প্রেমিক আশরাফুল ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আজিজুল। এলোপাথাড়ি কুপানোর ফলে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত তাসলিমাকে হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ধারণা করা হচ্ছে তাদের পরকীয়া সম্পর্কের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।তিনি আরও জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’