বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বায়েজিদে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ বোয়ালখালীতে আবারও আট ফুটের বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গোপালগঞ্জের নির্দলীয় নিরপেক্ষ আল-আমিন(১২নং)জনগণের ভালোবাসায় বারবার বিজয়ী কাউন্সিলর- বললেন ওয়ার্ডবাসী

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

 

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

ওয়ার্ডের সাধারন মানুষের ভালোবাসা ও সান্নিধ্যতা অর্জন করে পর পর দুইবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আল- আমিন ইসলাম। জন্মসূত্রে তার বাড়ি গোপালগঞ্জ হলেও তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই। তিনি গোপালগঞ্জ সদরের লতিফপুর মিয়া বাড়ির সন্তান।

 

গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাধারন জনগণ আল-আমিনকে তাদের পরিবারের সদস্য হিসাবে ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন পর পর ২বার। প্রতিবছরের সব মৌসুমে তার এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে গিয়ে দাঁড়ান এই আল-আমিন কাউন্সিলরকে।এলাকাবাসী তাদের পাশে না দেখতে পেয়ে গণমাধ্যমের মাধ্যমে তাকে কাছে পেতে গণমাধ্যম কর্মীদের কাছে হাজির হয়ে আল-আমিনের ইসলাম প্রতি তাদের শূন্যতা ও ভালবাসা প্রকাশের মাধ্যমে কাছে পাওয়ার আহ্বান করেন ১২নং ওয়ার্ডবাসী।

 

 

এ ব্যাপারে ওয়ার্ডের নবীনবাগ এলাকায় শিহাব মোল্লা বলেন, আমাদের কাউন্সিলর আল আমিন অত্যন্ত একজন ভালো মানুষ, সে তার ওয়ার্ডের সাধারণ মানুষের বিপদের বন্ধু, আমার মায়ের অপারেশনের সময় সে জানত পারে আমার মায়ের রক্তের প্রয়োজন, সে নিজে তার শরীরে ১ ব্যাগ রক্ত দান করে আমার পাশে এসে দাড়িয়েছে। সে আমাদের পরিবার সদস্যের মতই একজন। সে অত্যন্ত ভালো মানুষ, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি সেই সাথে আমরা তাকে কাছে পেতে চাই।

 

নবীনবাগের মুরুব্বী মিন্টু শেখ নামক এক ব্যক্তি বলেন আল আমিন কাউন্সিলর মুরব্বিদের সম্মান করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং সকলের পাশে থাকে যেকোন বিপদে। এক ওষুধ ব্যবসায়িক, নূর মেডিকেল হলের মালিক ডক্টর সুমন বলেন, কাউন্সিলর আল আমিন ইসলাম একজন ভালো মনের মানুষ, সে বহুত বার রাত্রেবেলা ও আমাকে ফোন দিয়ে, বাসা থেকে ডেকে এনে গরীব অসহায়দের ওষুধ কিনে দিছে আসলেই সে আন্তরিক এবং একজন ভাল মনের মানুষ,

 

হরিজন সম্প্রদায়ের সাগর বলেন, আল আমিন কাউন্সিলর ভালো মানুষ, যে প্রতিদিন করে হলেও আমাদের বাড়িতে বাড়িতে এসে খোঁজখবর নেয়, কারো কোন সমস্যা আছে কিনা জানতে চায়। আমরা অনেক জনপ্রতিনিধি দের দেখেছি এই কমিশনার কাউকে পাই নাই। আমরা ছোট জাতের মানুষ। আমাদের পূজা-পর্বণ, বিবাহ, ভিন্ন জাতের মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষাসহ সকল বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে সেই আমাদের পাশে এসে দাড়িয়।আমরা তাকে আমাদের পাশে দেখতে চাই।গোপালগঞ্জ সদর হাসপাতালে কর্মরত মিনা বেগম বলেন ছেলের আল আমিন ইসলাম একজন ভালো মনের মানুষ, গোপালগঞ্জ সদর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন ইসলাম নির্দলীয় নিরপেক্ষ ও সাধারণ মানুষের ভালোবাসায়গড়া একজন  জনপ্রতিনিধি  আমরা তাকে সুখে দুখে সব সময় কাছে পেতে চাই।