বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
বোয়ালখালীতে আবারও আট ফুটের বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার বিএনপির সাথে জোট বাঁধতে বিশ আসন ও মন্ত্রিত্ব চান এনসিপি পটিয়া পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী চট্টগ্রামের সবচেয়ে বড় রাস উৎসব প্রার্থীতা ঘোষণা স্হগিত করলো বিএনপির মাদারীপুর-১ আসনের প্রকাশ্যে আসলো উজ্জ্বল শুক্ল’র সুর-অসুর কবিতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় নারী ক্রেতার মর্যাদাহানি – বিক্রেতার অশোভন আচরণে ক্ষোভ, থানায় জিডি বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমি বোয়ালখালীকে মাদক মুক্ত করতে চাই! মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স :ওসি লুৎফুর রহমান ঘুষখোর পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায় পদার্পণ
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নে কাবিখা,কাবিটা ও টি আর প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে কাবিখা, টি আর, কাবিটা সহ এডিবি, ওয়ান পার্সেন্ট বরাদ্ধের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিনে একাধিক প্রকল্পে গেলে স্থানীয় গ্রামবাসীরা কাজের অনিয়ম ও দুর্নীতির কথা অকপটে স্বিকার করেন।তবে কিছু কিছু প্রকল্পে যথ সামান্য কাজ হলেও অধিকাংশ প্রকল্পে কাজ না করে প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থ উত্তোলন পুর্বক আত্মসাৎ করা হয়েছে, এমনটি জানালো এলাকার স্থানীয় মানুষেরা। ইতিমধ্যে একটি প্রকল্প তালিকা থেকে জানা ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে ঈশ্বরীপুর ইউনিয়নে কাবিটা প্রকল্প,খ্যাপড়াঘাট কবিরের ঘের হতে ঈদগাহ অভিমুখে রাস্তা সংস্কার, (কাবিখা-খাদ্যশস্য-গম) প্রকল্প- দক্ষিন বংশ্বীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট,খ্যাগড়াঘাট কবিরের ঘের হতে ঈদগাহ অভিমুখে রাস্তা সংস্কার, মধ্যবিল কেয়ারের রাস্তা হতে ধুমঘাট কেওড়াতলী তুহিনের ঘের অভিমুখে রাস্তা সংস্কার,শ্রীফলকাঠী ঈদগাহ হতে শাহিনুরের বাড়ী অভিমুখে রাস্তা সংস্কার, ঈশ্বরীপুর গোলাবাড়ি ঘাট হতে গুমান্তলী হাট অভিমুখে রাস্তা সংস্কার, খাগড়াঘাট নুর ইসলামের বাড়ি হতে সরকারী বিদ্যালয় অভিমুখে রাস্তা সংস্কার, খাগড়াঘাট বিরা মোল্লার ব্রিজ হতে আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। টি আর প্রকল্প- শ্রীফলকাটি নতুন পাড়া মসজিদ সংস্কার, বংশীপুর মদিনা মসজিদ সংস্কার, পশ্চিম বংশীপুর পান্জেগনা মসজিদ সংস্কার সহ আরো একাধিক প্রকল্পে রয়েছে অনিয়ম আর দুর্নীতি।

কাবিটা প্রকল্প- খ্যাগড়াঘাট আইয়ুব সরদারের বাড়ী হতে গাজী বাড়ী ঈদগাহ অভিমুখে রাস্তা সংস্কার, ধুমঘাট ২ নং ওয়ার্ডের নুর হোসেনের বাড়ী হতে মধ্য পাড়া কেয়ারের রাস্তা অভিমুখে রাস্তা সংস্কার, বংশ্বীপুর নজরুল গাজীর বাড়ীর পাশে খাওয়ার পানির পুকুর সংস্কার,ধুমঘাট অন্তাখালী খোকনের বাড়ী হতে খলিলের মোড় অভিমুখে রাস্তা সংস্কার,ধুমঘাট তাজেল মোড়লের বাড়ি হইতে মহিবুল্লাহ বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার, ধুমঘাট মক্তব ব্রিজ হতে শাহাজান মোড়লের বাড়ির অভিমুখে রাস্তা সংস্কার,ধুম ঘাট আব্দুর রবের ঘের হতে তাজেলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার সহ আরো একাধিক প্রকল্পে রয়েছে অনিয়ম আর দুর্নীতি। এ সকল প্রকল্প নিয়ে কথা হয়,মদিনা মসজিদের সম্পাদক – সাদ্দাম হোসনে সাথে,তিনি বলেন,আমাদের মসজিদের সরকারী কোন বরাদ্দের টাকা পাইনাই,কথা হয়,শ্রীফলকাঠী নতুন পাড়া জামে মসজিদের সম্পাদক আঃ রহিমের সাথে তিনি বলেন,কয়েকটা প্রোগ্রামে এসে চেয়ারম্যান সাহেব কয়েক দফায় ত্রিশ হাজার টাকা দিয়েছিল কিন্তু সরকারী কোন বরাদ্দ আমরা পাইনাই,এছাড়া উপরোক্ত রাস্তা সংস্কার নিয়ে কথা বলেন,ধুমঘাট এলাকার জাহাঙ্গীর আলম, অন্তাখালী এলাকার আঃ মোত্তালেব,জাহিদ হাসান,শাহনাজ সিরাজ সহ আরো অনেকেই তারা বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের অধিকাংশ প্রকল্পে ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী অনিয়ম ও দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।এদিকে শ্রমিকনেতা আসমত সরদার বলেন,কাবিখা কাবিটা ও টি আর প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করে চেয়ারম্যান জি এম শোকর আলী লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এমন কি তিনি ধর্মীয় প্রতিষ্টান মসজিদের টাকা ও তুলে নিয়ে আত্বসাত করেছে,তিনি এবিষয়ে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শোকর আলী বলেন,নিয়ম মেনে কাজ করেছি,আমার কাজের বিষয়ে প্রসাশন নিরপেক্ষ তদন্ত করুক, এটাই আমি চাই।